বাঁশখালীতে ৯ম শ্রেণির ছাত্রীকে পিটিয়ে হত্যা
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৭/০৫/২০১৮ , ১২:৪০ পূর্বাহ্ণ | বিভাগ: চটগ্রাম বিভাগ,জেলা সংবাদ

৯ম শ্রেণির ছাত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে রোববার চট্টগ্রামের বাঁশখালীতে তিন সৎ ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার চাম্বল ইউনিয়নে শনিবার গভীর রাতে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
নিহত স্কুল ছাত্রীর নাম রোমানা আক্তার (১৪)। গ্রেপ্তারকৃতরা সম্পর্কে তার সৎভাই। এদের নাম যথাক্রমে মোস্তাক হোসেন, মোক্তার হোসেন এবং আক্তার হোসেন।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা জানায়, চাম্বল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী রোমানার সাথে এক ছেলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। এই ঘটনা জানতে পেরে রোমানার তিন সৎভাই মিলে রোমানাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। হত্যার পর রোমানা আত্মহত্যা করেছে বলে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ রোববার রোমানার লাশ উদ্ধার ও তিন ভাইকে গ্রেপ্তার করে বলে জানান তিনি।