গাজীপুরে আবদুল্লাহ আল নোমান আটক
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৬/০৫/২০১৮ , ১০:৩৩ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি

গাজীপুরের টঙ্গী থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ রবিবার বিকালে টঙ্গী পৌরসভার কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নোমানের পিএস নুরুল আজিম হীরু সাংবাদিকদের জানান, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকারের বাসায় সংবাদ সম্মেলন শেষে বের হয়ে টঙ্গী পৌরসভার কাছে গেলে স্যারকে পুলিশ তুলে নিয়ে যায়।
নির্বাচন স্থগিতের খবর পাওয়ার পর বিকেলে টঙ্গীস্থ নিজবাড়িতে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ সাংবাদিকদের জানান, রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি, গাড়ি ভাংচুর, ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে নোমানসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।