শেরে বাংলা নগর থানা ছাত্রলীগের নতুন কমিটি
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০১/০৫/২০১৮ , ৪:০৯ অপরাহ্ণ | বিভাগ: রাজধানী জুড়ে,রাজনীতি

শেরে বাংলা নগর থানা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
গত ২৪ এপ্রিল রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রাহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির ঘোষণা হয়।
নবগঠিত কমিটিতে মোহাম্মদ রাইসুল ইসলাম শাকিলকে সভাপতি ও মোহাম্মদ এরশাদ হোসেনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। শাকিল জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে মার্কেটিংয়ে মাস্টার্স করছেন। সাদী ঢাকা ডেন্টাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র।
উল্লেখ্য, এর আগে গত সোমবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। আংশিক কমিটি ঘোষণার কয়েক মাস পর এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।