পাকিস্তানকে পেছনে ফেলে বাছাইপর্বের সেমিতে বাংলাদেশ
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৭/০৪/২০১৮ , ৮:০০ অপরাহ্ণ | বিভাগ: খেলাধূলা

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গণ থেকে আরও একটি সুখবর এল বাংলাদেশের জন্য। পাকিস্তানকে পেছনে ফেলে যুব অলিম্পিক গেমস হকির বাছাইপর্বের সেমিফাইনালে উঠে গেছে লাল সবুজের দল। চীনা তাইপেকে ১২-২ গোল উড়িয়ে দেওয়ার পর আজ শুক্রবার বিকালে পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে ড্র করেছে বাংলাদেশ।
প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করে বাংলাদেশকে ম্যাচে ফেরান অধিনায়ক মোহাম্মদ সবুজ। এরপর তৃতীয়ার্ধে পাকিস্তান এগিয়ে যায় ৩-১ গোলে। ২৮ মিনিটে মোহাম্মদ উদ্দিন স্কোরলাইন ৩-২ করেন। খেলার একেবারে শেষ মুহূর্তে অধিনায়ক সবুজ দলকে সমতায় ফেরান।
বাছাইপর্বের সেমিফাইনালে ওঠার শর্ত ছিল, চীনা তাইপেকে হারিয়ে পাকিস্তানের সঙ্গে অন্তত ড্র করতে হবে। দুটি শর্তই পূরণ করে সেমির টিকিট পায় বাংলাদেশের যুব হকি খেলোয়াড়রা। এখন ফাইনালে ওঠার মঞ্চে কঠিন প্রতিপক্ষ হিসেবে প্রতিবেশী ভারতকে সামনে পাবে বাংলাদেশ। বাছাইপর্ব থেকে সেরা দুটি দল আগামী অক্টোবরে আর্জেন্টিনায় যুব অলিম্পিকে খেলবে।