চীনে স্কুলছাত্রদের ছুরিকাঘাত, নিহত ৭ আহত ১৯
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৭/০৪/২০১৮ , ৭:২২ অপরাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক

ছুরি দিয়ে হামলা চালিয়ে এক ব্যক্তি সাতজন স্কুলছাত্রকে হত্যা এবং ১৯ জনকে আহত করেছেন। চীনের উত্তরের একটি স্কুল থেকে ওই ছাত্ররা বাড়ি ফেরার পথে হামলার ঘটনা ঘটে।
শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে হামলার ঘটনায় ২৮ বছর বয়সী ওই অভিযুক্তকে আটক করা হয়েছে। আহত শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
যে স্কুলের ছাত্রদের ওপর ছুরি নিয়ে নির্মমভাবে হামলা চালিয়েছেন, অভিযুক্ত ওই ব্যক্তি সেই স্কুলেরই ছাত্র ছিলেন। তবে তিনি ঠিক কী কারণে হামলাটি চালিয়েছেন তা জানা যায়নি।
অবশ্য এর আগেও স্কুল ছাত্রদের ওপর হামলা চালানোর ঘটনা ঘটেছে দেশটিতে। ২০১৭ সালের ২০ জানুয়ারি কিন্ডারগার্টেনে ১১ শিশুকে ছুরিকাঘাত করা হয়েছিল। তার আগের বছরও ছুরিকাঘাতে ১০ জন শিশুেকে ছুরিকাঘাত করা হয়।