চাঁপাইনবাবগঞ্জে ৮৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৪/০৪/২০১৮ , ১০:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: অপরাধ,জেলা সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে নাচোল উপজেলার মুরাদপুর এলাকা থেকে গতকাল সোমবার রাতে ৮ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তাররা হলেন নাচোল উপজেলার মুরাদপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে আলামিন (৩০) ও ঝিকরা এলাকার সাইদুর রহমানের ছেলে সেলিম রেজা (২২)। র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ জানান, নাচোল উপজেরার মুরাদপুর গোরস্থান এলাকায় নাচোল-রাজবাড়ী রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল সোমবার রাত পৌনে ৯টার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় আট হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আলামিন ও সেলিম রেজাকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার ইয়াবার আনুমানিক বাজার মূল্য ২৫ লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনায় নাচোল থানায় মামলা দায়ের করা হয়েছে।