পল্টনে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৩/০৪/২০১৮ , ৮:৫৭ পূর্বাহ্ণ | বিভাগ: প্রধান সংবাদ,রাজধানী জুড়ে

রাজধানীর পল্টনে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত হয়েছেন। আহত আটজন। সোমবার ভোরে পল্টন মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মিজান কাজী (৪০)। তিনি একটি বাসের চালক ছিলেন। আহতরা হলেন—সালাহউদ্দীন (২০), রাকীব (২০), জয়নাল (৫০), সুদীপ চন্দ্র (২৫), রিফাত (২২), বাবু (২১), মরণ চাঁদ (২৬)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ভোর পাঁচটার দিকে পল্টন মোড়ে সুপ্রভাত ও শতাব্দী পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে হতাহত হওয়ার এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হওয়ার পর বাসচালক মিজানকে ঢামেক হাসপাতালে আনা হয়। এখানেই তিনি মারা যান।