প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর বিয়ে করলেন ছাত্রলীগ নেতা
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৮/০৪/২০১৮ , ১২:৫০ পূর্বাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,নারী ও শিশু

জানা যায়, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ আসাদুজ্জামান উভয়ের সম্মতিক্রমে বিয়ে পড়ানোর আদেশ দেন। এর পরিপ্রেক্ষিতে এজলাসে তাদের বিয়ে পড়ানো হয়।
এ সময় উভয়পক্ষের পরিবারের সদস্যরা ছাড়াও বাদী পক্ষের আইনজীবী জাহিদ হোসেন খসরু, বিবাদী পক্ষের আইনজীবী ফাহিম নুরসহ অন্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।
পরে আদালত রিপুকে ১ মাসের জন্য জামিন দেন। ৭ লাখ টাকা দেনমোহরে বিয়ে রেজিস্ট্রি করেন স্থানীয় ১২নং ওয়ার্ডের বিয়ে রেজিস্ট্রার হুমায়ুন কবীর।
এর আগে ফেনী শহরের নাজির রোড এলাকার একটি বাসায় তুলে নিয়ে এক প্রবাসীর স্ত্রীকে ৯ দিন আটকে রেখে ধর্ষণের ঘটনায় রিপুর বিরুদ্ধে আদালতে মামলা করেন নির্যাতিতা।
ঘটনার পর তাকে ছাত্রলীগের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। গত ১৩ মার্চ ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেয়া হলে আদালত রিপু ও তার সহযোগী তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ২৩ মার্চ শহরের মহিপাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।