কলকাতা ও আশপাশের জেলায় কালবৈশাখী ঝড়, নিহত ১৩
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৮/০৪/২০১৮ , ১০:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: প্রবাস

গতকাল মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতা ও আশেপাশের জেলাগুলোতে প্রচণ্ড বজ্রসহ ঝড়ে ১৩ জন প্রাণ হারিয়েছেন। একটি অসমর্থিত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। পশ্চিমবঙ্গ রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষ থেকেও এ কথা জানানো হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, চারজন কোলকাতায়, পাঁচজন হাওড়াতে, একজন হুগলী ও একজন বাঁকুড়া জেলায় মারা গেছেন। এদের মধ্যে অনেকেই গাছ ভেঙে পড়ায় এবং ভবন ধসে পড়লে মারা যান। এছাড়া বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
কর্মকর্তারা বলছেন, গতকাল সন্ধ্যায় প্রতি ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে বাতাস বইতে থাকে। শত শত গাছ ভেঙে পড়ার পর রাস্তায় সড়ক চলাচল মারাত্মক বিঘ্ন ঘটে।
তাঁরা জানান, বজ্রসহ বৃষ্টির ব্যাপারে আগেই পূর্বাভাস ছিল। কিন্তু বাতাসের এতো গতিবেগ থাকবে তা অনুমানের বাইরে ছিল। বজ্রসহ ঝড়ের সাথে এতো বেশি বাতাসের গতি গত কয়েক দশকেও দেখা যায়নি।
টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি