ট্রাফিক পুলিশদের সর্বোচ্চ ভালো ব্যবহারের নির্দেশ
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৮/০৪/২০১৮ , ১২:০০ পূর্বাহ্ণ | বিভাগ: প্রশাসন

নিজস্ব প্রতিবেদক:
ট্রাফিক সার্জেন্টদের রাগান্বিত না হয়ে ধৈর্য ধরে পেশাদারিত্বের সঙ্গে যানবাহনের প্রসিকিউশন (মামলা) দেয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। পাশাপাশি ট্রাফিক পুলিশকে জনসাধারণের সঙ্গে সর্বোচ্চ ভালো ব্যবহারের নির্দেশনা দেন তিনি। গতকাল মঙ্গলবার হেডকোয়ার্টার্সে ডিএমপির চারটি ট্রাফিক বিভাগের সঙ্গে আয়োজিত বিশেষ ট্রাফিক সভার সমাপনী দিনে তিনি এসব কথা বলেন।
ট্রাফিক কর্মকর্তাদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ‘রাস্তার শৃঙ্খলা ধরে রাখতে ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। আইনের ঊর্ধ্বে কেউ নয়।’ এই কথাটি মাথায় রেখে জনসাধারণের প্রতি সর্বোচ্চ ভালো ব্যবহার দিয়ে ট্রাফিক আইন প্রয়োগ করতে সব ট্রাফিক বিভাগকে নির্দেশ দেন তিনি। এ ছাড়া ট্রাফিক আইন মেনে গাড়ি চালানো জন্য ড্রাইভার, মালিক ও শ্রমিকদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা এবং বেপরোয়া গতিতে গাড়ি না চালাতে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে বলে উল্লেখ করেন তিনি।