বজ্রসহ বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৮/০৪/২০১৮ , ১২:০৫ পূর্বাহ্ণ | বিভাগ: আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক:
রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বিজলি চমকানো এবং অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
গতকাল মঙ্গলবার আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত (আজ বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত) আবহাওয়ার ওই পূর্বাভাসে আরো বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা (১-৪) ডিগ্রি সে. হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতক্ষীরায় ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রংপুর এবং রাজশাহীর তাড়াশে ২০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২১ মিনিটে এবং সূর্যোদয় ভোর ৫টা ৩৫ মিনিটে।