সাতক্ষীরা জেলা কারাগারে কয়েদীর মৃত্যু
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৭/০৪/২০১৮ , ৮:০১ পূর্বাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

সাতক্ষীরা জেলা কারাগারে গোলাম মোস্তফা (৩০) নামে এক কয়েদীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে মারা যান তিনি।
গোলাম মোস্তফা সাতক্ষীরা সদর উপজেলার গয়েশপুর গ্রামের অজিয়ার রহমানের ছেলে।
সাতক্ষীরা জেল সুপার মো. আবু জাহেদ জানান, গোলাম মোস্তফা পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি। মাদক মামলায় তার পাঁচ বছরে সাজা হয়। গত ৪ এপ্রিল থেকে তিনি জেলখানায় রয়েছেন। জেলে থাকা অবস্থায় তিনি খাওয়া দাওয়া করতেন না। তার বয়স ৩০ কিন্তু ওজন ছিল মাত্র ৩৫ কেজি।