শিবচরে মাহিন্দ্রাচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৭/০৪/২০১৮ , ৫:২৯ পূর্বাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে একটি মাহিন্দ্রা গাড়ির চাপায় মো. কাওছার হাওলাদার ওরফে সেলিম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয় আরও একজন।
সোমবার রাত ৮ দিকে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের বাজিতপুর এলাকার শিবচর-শেখপুর সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মো. সেলিম মাদারীপুরের কালকিনি উপজেলার হোগলবাটিয়া গ্রামের আ. খালেক হাওলাদের ছেলে।তিনি শিবচরের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কাজ করতেন।
শিবচর থানার ওসি জাকির হোসেন মোল্লা জানান , শিবচর থেকে মাদারীপুরে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রা গাড়ি ওই মোটসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সেলিমের মৃত্যু হয়। এ সময় আহত হয় আরও একজন।