আবারো টি সিরিজের গানের মডেল বাংলাদেশি মাহিম করিম (ভিডিও সহ)
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৬/০৪/২০১৮ , ১২:৫৩ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন

‘টি-সিরিজের ব্যানারে নতুন এক হিন্দি গানের মডেল হয়েছেন বাংলাদেশের মাহিম করিম। গানটির শিরোনাম ‘এক তেরা ছায়া হো’। মাহিমের প্রথম মিউজিক ভিডিও ছিল ‘ইতনা দূর’, গানটি ছিল বিরহ গাঁথা। তবে এবার কোনো বিরহগাথা নয়। নতুন প্রেমের রোমান্সে থিম নিয়ে হাজির হয়েছেন নবীন এই তারকা।
এই বিষয়ে মাহিম খান বলেন, ‘টি-সিরিজের ব্যানারে বাংলাদেশ থেকে মডেল হিসেবে আমি প্রথম কাজ করেছিলাম। এবার তাদের সঙ্গে আরও একটি কাজ করা হলো। বিষয়টি আমাদের দেশের জন্য সুখবর যে এতদিন এই ব্যানারে পাকিস্তানি ও অন্যান্য দেশের মডেলরা কাজ করেছেন। বাংলাদেশ থেকে আমি শুরু করেছি। হয়তো আগামীতে এদেশের আরও অনেক মডেলই তাদের সঙ্গে কাজের সুযোগ পাবেন।’
গানটিতে কণ্ঠ দিয়েছেন স্যাম ও ফারাহ। কথা ও সুর আবির। সঙ্গীতায়োজন করেছেন ফারাহ ও রুম্মান। ভিডিওতে মাহিমের বিপরীতে ছিলেন ভারতের এ প্রজন্মের আবেদনময়ী মডেল উপমা শর্মা। মাহিম-উপমাকে পুরো ভিডিও জুড়ে রোমান্স করতে দেখা গেছে।
এটি যৌথভাবে পরিচালনা করেছেন রুম্মান চৌধুরী ও পুরু শর্মা। ভারতের জয়পুর, উদয়পুর, চণ্ডীগড়ের বিভিন্ন লোকেশনে গানটির শুটিং হয় প্রায় মাস ছয়েক আগে।