ইয়াবাসহ মুন্সীগঞ্জে যুবক আটক
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৬/০৪/২০১৮ , ১:২৪ পূর্বাহ্ণ | বিভাগ: অপরাধ,জেলা সংবাদ

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ১ হাজার ১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪ হাজার ২৪০ টাকাসহ সোহাগ শেখ (২৫) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। সোহাগ ওই গ্রামের মৃত আকবর শেখের ছেলে।
গতকাল রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র্যাব। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদরের চাম্পাতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার, সহকারী পরিচালক নাহিদ হাসান জনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় চাম্পাতলা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় সোহাগকে ১ হাজার ১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪ হাজার ২৪০ টাকাসহ আটক করা হয়।