টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৬/০৪/২০১৮ , ৮:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ
টাঙ্গাইলের কালিহাতীর সল্লা এলাকায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত দশ জন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ আছাবুর রহমান জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস সকাল ছয়টার দিকে কালিহাতী উপজেলার সল্লা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত একজন নিহত ও দশজন আহত হয়।
আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।