নওগাঁয় ছুরিকাঘাতে যুবক খুন
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৫/০৪/২০১৮ , ১:০৫ পূর্বাহ্ণ | বিভাগ: অপরাধ,জেলা সংবাদ

নওগাঁর বাইপাস তালতলীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহীন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। শাহীন নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া মাদরাসা পাড়ার মৃত তজু খন্দকারের ছেলে।
স্থানীয়রা শাহীনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমিত কুমার কন্ডু জানান, সন্ধ্যায় নওগাঁ শহর থেকে বাড়ি ফেরার পথে শাহীনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।