ইবিতে বৈশাখী মেলা
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৫/০৪/২০১৮ , ১২:০৯ পূর্বাহ্ণ | বিভাগ: শিক্ষাঙ্গন

বাঙালির প্রাণের বৈশাখী উৎসবে মেতেছে ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবার। বাংলা নববর্ষকে বরণ করতে তিন দিনব্যাপী বৈশাখী ও বিজ্ঞান উৎসবের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়াও বৈশখী উৎসবে মঙ্গল শোভাযাত্রাসহ বিভিন্ন আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বর্ষবরণ উপলক্ষে শনিবার সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে থেকে বিভিন্ন বিভাগ, হল, সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণে এ শোভাযাত্রায় শুরু হয়।
মঙ্গল শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বাংলামঞ্চে গিয়ে শেষে বৈশাখী উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী বৈশাখী ও বিজ্ঞান মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। উদ্বোধন শেষে উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা মেলার বিভিন্ন স্টল ঘুরে পরিদর্শন করেন। মেলায় বিভিন্ন বিভাগ ও সাংস্কৃতিক-স্বেচ্ছাসেবী সংগঠন মোট ৯১টি দোকান সাজিয়েছেন।
এরপর সকাল ১১টায় বাংলামঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক উপ-কমিটির আহবায়ক ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. জাকারিয়া রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ প্রমুখ।
আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।