ব্যাংককে বাংলাদেশ হাইকমিশনে পহেলা বৈশাখ উদযাপন
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৫/০৪/২০১৮ , ১২:০৯ পূর্বাহ্ণ | বিভাগ: প্রবাস

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে নানা উদযাপনের মাধ্যমে বরণ করা হয়েছে বাংলা নববর্ষকে। এসময় সেখানে ‘বৈশাখী মেলা’রও আয়োজন করা হয়। সারাদিনব্যাপী উৎসবের অনুষ্ঠানে থাইল্যান্ড ও কম্বোডিয়ায় যৌথভাবে নিয়োজিত বাংলাদেশি রাষ্ট্রদূত সৈয়দা মুনা তাসনিম বক্তব্য রাখেন।
তিনি বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ এড়িয়ে একটি উদারনৈতিক জাতি এবং রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশি প্রতিনিধিরা প্রতিজ্ঞাবদ্ধ।’ এসময় দূতাবাস প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘বৈশাখী মেলা’র বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি।
রাষ্ট্রদূত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে বলেন, ‘বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় ব্যাপকভাবে সারাদেশে একযোগে পালিত হচ্ছে।’ এসময় থাইল্যান্ডে প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।