নরসিংদীতে ডাকাত সন্দেহে গণপিটুনি, নিহত ১
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১৩/০৪/২০১৮ , ৭:৪৮ পূর্বাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

নরসিংদীর মনোহরদীতে গণপিটুনিতে এক ‘ডাকাত’ সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার গোতাশিয়া ইউনিয়নের মানদারটেক গ্রামে এ ঘটনা ঘটে।
মনোহরদী থানার ওসি ফখরুদ্দীন ভূঁইয়া এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত দেড়টার দিকে মানদারটেক গ্রামের ফাইজ উদ্দিনের ঘরের দরজা ভেঙে ১০-১২ জনের একদল ডাকাত ঘরে প্রবেশ করে। এ সময় বাধা দিলে ডাকাতরা গৃহকর্তা ফাইজ উদ্দিন ও তার ছেলে সোহরাবকে পিটিয়ে আহত করে। তাদের চিত্কার শুনে এলাকাবাসী এগিয়ে এলে এক ডাকাত ধরা পড়ে এবং বাকিরা পালিয়ে যায়। পরে গণপিটুনিতে ঘটনাস্থলেই ওই ডাকাতের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।