কমনওয়েলথ গেমসে দ্বিতীয় পদক বাংলাদেশের
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১১/০৪/২০১৮ , ৯:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: খেলাধূলা,প্রধান সংবাদ

কমনওয়েলথ গেমসে দ্বিতীয় পদক বগলদাবা করল বাংলাদেশ। চলতি আসরের অষ্টম দিনে রৌপ্যপদক জিতে দেশকে গৌরবে ভাসালেন শাকিল আহমেদ। ৫০ মিটার এয়ার রাইফেলে পদকটি জিতেছেন এ শুটার।
এ নিয়ে দুটি পদক জিতল বাংলাদেশ। অবশ্য দুটিই রৌপ্য। এ জয়ে পদক তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৪তম। অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে এবারের আসরেঅংশ নিচ্ছে ৭১ দেশ।
এর আগে ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্যপদক জেতেন দেশসেরা শুটার আব্দুল্লাহ হেল বাকি।