রাজীবের অবস্থা সংকটাপন্ন
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১১/০৪/২০১৮ , ৪:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়,প্রধান সংবাদ

দুই বাসের চাপায় হাত হারানো কলেজছাত্র রাজীব হোসেনের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। মাথার আঘাতজনিত কারণে এ অবস্থা হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড।বোর্ডের প্রধান ও ঢাকা মেডিক্যাল কলেজের অর্থোপেডিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. শামসুজ্জামান শাহীন বলেন, রাজীবের অবস্থা সংকটাপন্ন। হাতের সমস্যার কারণে এটি হয়নি, মাথায় যে আঘাত সেটির জন্য অবস্থার অবনতি হয়েছে। তার বর্তমান অবস্থা নিয়ে আমরা খুব চিন্তিত।চিকিৎসকরা জানিয়েছেন, রাজীবের সিটিস্ক্যান রিপোর্টে ডিজঅ্যারেঞ্জমেন্ট দেখা গেছে। নিউরো সমস্যা খবুই মারাত্মক। মঙ্গলবার বোর্ডের সদস্যরা রিপোর্ট পর্যবেক্ষণ করে তার নিউরো সমস্যা বেশি পাওয়া গেছে। নিউরো-বিশেষজ্ঞ ডা. রশিদ রিপোর্ট দেখেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়ার সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। অস্ত্রোপচার করার মতো অবস্থা নেই। মাথায় গ্লাসকো কমা স্কেল (জিসিএস) স্বাভাবিক মাত্রায় থাকার কথা ৫০ ভাগ। রাজীবের রয়েছে তিন প্লাস। জিসিএস ৮-এর ওপরে থাকলে অপারেশন করা যেত।গতকাল দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক একেএম নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, রাজীবের অবস্থা খুবই খারাপ। মঙ্গলবার ভোর চারটা থেকে শ্বাসকষ্ট শুরু হলে তাকে আইসিইউর চিকিৎসকরা চিকিৎসা দেন। পরে লাইফসাপোর্ট দেওয়া হয়। চিকিৎসার জন্য বোর্ড গঠন করা হয়েছে। উন্নত চিকিৎসা দিতে রাজীবের যে ক্রিটিক্যাল অবস্থা, তাতে কোনোভাবেই মুভমেন্ট করানো সম্ভব নয়।