সংসদ থেকে তালুকদার আব্দুল খালেকের পদত্যাগ
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১০/০৪/২০১৮ , ৬:৫০ অপরাহ্ণ | বিভাগ: খুলনা বিভাগ,রাজনীতি

জাতীয় সংসদের ৯৭ বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।
মঙ্গলবার সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ কার্য প্রণালী বিধির ১৭৮ বিধির ৩ উপবিধি অনুযায়ী সংসদকে তার পদত্যাগের বিষয় অবহিত করেন।
তিনি জানান, অপরাহ্নে তালুকদার আব্দুল খালেক সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী নিজে উপস্থিত হয়ে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র স্পিকারের কাছে পেশ করেছেন। স্পিকার তার এ পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে সংসদকে জানান।
স্পিকার আরো জানান, পদত্যাগপত্র গ্রহণ করায় বিধি অনুযায়ী তার সংসদীয় আসন ৯৭ বাগেরহাট-৩ আজ অপরাহ্ন থেকে শূন্য হয়েছে।
তালুকদার আব্দুল খালেক খুলনা সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ থেকে মেয়র পদে মনোনয়ন পেয়েছেন।