বাসে গণধর্ষণ: চালকসহ ৫ আসামি রিমান্ডে
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ১০/০৪/২০১৮ , ১:২০ অপরাহ্ণ | বিভাগ: অপরাধ,আইন ও বিচার,প্রধান সংবাদ

ঢাকার ধামরাইয়ে চলন্ত বাসে এক নারীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত বাস চালকসহ পাঁচ আসামিকে তিন দিনের জন্য পুলিশ রিমান্ডে নিয়েছে। আজ মঙ্গলবার ঢাকার জ্যেষ্ঠ বিচারক আতিকুল ইসলাম রিমান্ডের এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ধামরাই থানার পরিদর্শক মো. জাকারিয়া গতকাল সোমবার ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে আসামিদেরকে হাজির করে সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। এদিন একই সঙ্গে ধর্ষণের শিকার ওই নারীকে আরেক জ্যেষ্ঠ বিচারক মনিকা খানের খাস কামরায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় ঘটনার জবানবন্দি নেয়া হয়।
উল্লেখ্য, গত রবিবার রাত ১১টার দিকে জয়পুরা ও কেলিয়ার মাঝামাঝি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের উত্তর পাশে বাস থামিয়ে পেছনের সিটে বাসের চালক, হেলপার ও অন্যান্যরা মিলে একটি গ্রাফিক্স টেক্সটাইলের এক নারী কর্মীকে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিরা হলেন, বাসচালক বাবু মল্লিক (২০), মকবুল (৩৮), সোহেল (২২), বলরাম দাস (২২) ও সুজন (২০)।