আন্দোলনে সংহতি জানিয়েছেন ঢাবি শিক্ষকরা
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৯/০৪/২০১৮ , ২:৪৫ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়,রাজধানী জুড়ে,শিক্ষাঙ্গন

ঢাকা: কোটা সংস্কারের আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও।
এরই মধ্যে খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষক আবদুল জাহের, পপুলেশন অ্যান্ড হেলথ বিভাগের চেয়ারম্যান ড. মঈনুল ইসলাম ও ইংরেজি বিভাগের অধ্যাপক নীলিমা আক্তার সহ বেশ কয়েকজন শিক্ষক এ আন্দোলনে সংহতি জানান।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিতে সিনিয়র শিক্ষকদের এক সভা শেষে তারা আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে থাকার সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।
একই সঙ্গে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা এবং ঢাবি উপাচার্যের বাসভবনে হামলায়ও তীব্র নিন্দা জানান শিক্ষকরা।