দোয়েল চত্বরে ফের আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৯/০৪/২০১৮ , ১০:০০ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়,প্রধান সংবাদ

চাকরির ক্ষেত্রে কোটা সংস্কারের দাবিতে দোয়েল চত্বর এলাকায় আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে।
আজ সোমবার সকালে কয়েক হাজার শিক্ষার্থীকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা ও টিয়ারশেল নিক্ষেপ করলে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
একপর্যায়ে সেখানে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া।
আলোচনার মাধ্যমে দোষী পুলিশ সদস্যদের বিচার করা হবে বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করে ডিএমপি কমিশনার দোয়েল চত্বর থেকে শাহবাগের দিকে চলে যান।
প্রত্যক্ষদর্শীরা সাংবাদিকদের জানান, ডিএমপি কমিশনার চলে যাবার পরেই পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপের পাশাপাশি লাঠিপেটা করতে থাকে। এ নিয়ে উভয়েপক্ষে ধাওয়া-পাল্টাধাওয়া চলে, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।