রাত ১২টার পর থেকে ঢাবি ছাত্রীদের বিক্ষোভ
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৯/০৪/২০১৮ , ১:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজধানী জুড়ে,শিক্ষাঙ্গন

সরকারি চাকরি কোটা সংস্কার ও পুলিশের হামলার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলে বিক্ষোভ করছেন হাজারো ছাত্রী।
রোববার (৮ এপ্রিল) দিবাগত রাত ১২টার পর হল গেটে তারা বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা ‘কোটা সংস্কার চাই’ বলে স্লোগান দিতে থাকেন। পুলিশের হামলার বিচার দাবি করেন।
রিমানা আকতার নামে রোকেয়া হলের এক ছাত্রী বলেন, ‘এই ৫ বছরে হলে এত মেয়ে একসাথে দেখি নাই। তিনটা বিল্ডিংয়ের প্রায় দেড় হাজার মেয়ে একসাথে স্লোগান দিচ্ছে কোটা সংস্কারের জন্য। পুলিশের হামলার বিচারের জন্য।’
রোববার শাহবাগ মোড়ে অবস্থানরত আন্দোলনকারী শিক্ষার্থীদের হটানোর জন্য রাত ৮টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এরপর থেকে ধাওয়া পাল্টাধাওয়া অব্যাহত রয়েছে। এতে পুলিশসহ অর্ধশত আহতের খবর পাওয়া গেছে।