সিটি করপোরেশন নির্বাচনে আ.লীগ প্রার্থী: গাজীপুরে জাহাঙ্গীর খুলনায় খালেক
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৮/০৪/২০১৮ , ১১:৪৪ অপরাহ্ণ | বিভাগ: বাংলাদেশ,রাজনীতি

আসন্ন গাজীপুর সিটি করপোরেশন ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সমর্থন পাওয়া দুজন হলেন: গাজীপুরে জাহাঙ্গীর আলম ও খুলনায় আব্দুল খালেক।
রোববার (৮ এপ্রিল) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ মনোনয়ন চূড়ান্ত করা হয়।
সভা শেষে আওয়ামী লীগের একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।