চট্টগ্রামে ছুরিকাঘাতে গৃহবধূ খুন
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৮/০৪/২০১৮ , ১২:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: অপরাধ,চটগ্রাম বিভাগ,বিভাগীয় সংবাদ

চট্টগ্রাম নগরের মাদারবাড়িতে ছুরিকাঘাতে বালি বেগম (২২) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে পশ্চিম মাদারবাড়ির যুগিচাঁদ মসজিদ লেইনে মহসিনের ভাড়া ঘরে এ ঘটনা ঘটে।
জানা যায়, একটি মোবাইল ফোন চুরির ঘটনা নিয়ে প্রতিবেশীর সঙ্গে বাদানুবাদ তুমুল সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বেবী আকতার (৫০), তার মেয়ে বালি বেগম (২২) ও ছেলে সুমন (২০) আহত হন। রাত সাড়ে ১১টার দিকে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বালি বেগমকে মৃত ঘোষণা করেন।
চমেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম জানান, রাত সাড়ে ১১টার দিকে আহত ৩ জনকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে ডাক্তার বালি বেগমকে মৃত ঘোষণা করেন। অপর দুইজন ক্যাজুয়্যালিটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতসহ জখমের চিহ্ন রয়েছে।