পাপুয়া নিউ গিনিতে ফের ৬.৩ মাত্রার ভূ-কম্পন
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৭/০৪/২০১৮ , ৯:৩২ অপরাহ্ণ | বিভাগ: আন্তর্জাতিক

আবারও পাপুয়া নিউ গিনিতে একটি শক্তিশালী ভূ-কম্পন অনুভূত হয়েছে। আমেরিকার ভূ-তত্ত্ব জরিপ সংস্থা-ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩। প্রাথমিকভাবে এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি।
ইউএসজিএস বলেছে, দেশটির এনগা প্রদেশের পোরজিয়া শহর থেকে ৮২ কিলোমিটান দক্ষিণ-পশ্চিমে ভূগর্ভের ৪৭ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল।
গত ফেব্রুয়ারি মাসে দেশটির একই পার্বত্য অঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে সৃষ্ট ভূমিধসে অন্তত ১২৫ জন নিহত হন। ওই ঘটনায় কয়েক লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে।
ফেব্রুয়ারির ওই ভূমিকম্পে দেশটির খনি ও বৈদ্যুতিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়। এর ফলে এক্সন মোবিল তাদের প্রাকৃতিক তরল গ্যাসের উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হয়। এর ফলে দেশটির সবচেয়ে বড় আয়ের উৎসও বন্ধ হয়ে আছে। দেশটিতে অয়েল সার্চের মতো বড় বড় প্রতিষ্ঠানও ৮ সপ্তাহ ধরে উৎপদান বন্ধ রেখেছে। শুধুমাত্র গোবি তেলক্ষেত্রের উৎপাদন স্বাভাবিক অবস্থায় রয়েছে।