স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএসএমএমইউতে খালেদা জিয়া
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৭/০৪/২০১৮ , ১১:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়,প্রধান সংবাদ

স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমিইউ) নেওয়া হয়েছে।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগার থেকে বিএসএমএমইউর কেবিনে নেওয়া হয়।
এর আগে সরকার গঠিত মেডিক্যাল বোর্ড কারা কর্তৃপক্ষকে রক্ত পরীক্ষা ও এক্সরে করানোর জন্য খালেদা জিয়াকে বিএসএমএমইউতে নেওয়ার পরামর্শ দিয়েছিল।
শনিবার সকাল থেকেই নাজিমউদ্দিন রোডে পুরাতন কারাগার থেকে শাহবাগ পর্যন্ত রাস্তায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে যেসব অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেগুলো পিছিয়ে দেওয়া হয়েছে। বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বিএসএমএমইউ হাসপাতালেও।