নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৬/০৪/২০১৮ , ২:৫৯ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। নরসিংদীর সদর উপজেলার শাহী প্রতাপ এলাকায় শুক্রবার (৬ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আমিরুল ইসলাম (২৯) ও তার স্ত্রী মানসুরা (২৬)। তাদের বাড়ি নরসিংদীর মাধবদী থানার বিরামপুর গ্রামে। তাদের দুটি সন্তান হয়েছে।
নরসিংদী সদর ট্রাফিক পরিদর্শক হুমায়ন জানান, মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আমিরুল ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় মানসুরাকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত দুজনের মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।