দুই বাসের ঘষায় ডান হাত হারানো রাজীব হোসেনের শারীরিক অবস্থার অবনতি
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৬/০৪/২০১৮ , ১:৪৮ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়,প্রধান সংবাদ

রাজধানীর কারওয়ান বাজারে বাস দুর্ঘটনায় হাত হারানো কলেজছাত্র রাজীব হোসেনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ইতোমধ্যে রাজীবের মাথার খুলিতে ফাটল ধরেছে। চোখের পেছনে মস্তিষ্কে পানি ও রক্ত জমেছে।
রাজীব হোসেনের পরিবারের সদস্যরা বলেছেন, গতকাল বৃহস্পতিবার তুলনায় আজ শুক্রবার তার অবস্থার কিছুটা অবনতি হয়েছে।
তবে মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা অবনতির মত তেমন কিছু হয়নি, এখনো স্টেবল আছে। গতকাল রাত আটটার দিকে সে কিছুটা আনস্টেবল হলে লাইফ সার্পোটে রাখার প্রস্তুতি নিয়েছিল চিকিৎসকরা।
রাজীবের স্বজনরা উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর দাবি জানিয়েছেন।
প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে প্রতিদিনের মতো বিআরটিসির একটি দ্বিতল বাসে চড়ে মহাখালী সরকারি তিতুমীর কলেজে যাচ্ছিল রাজীব। পথে রাজধানীর কারওয়ানবাজার এলাকায় দুটি বাসের ঘষায় ডান হাত হারান তিনি। ওই দিনই তাকে পান্থপথের শমরিতা হাসপাতাল ও বুধবার ঢামেক হাসপাতালে নেওয়া হয়।