রায়পুরায় বাসের ধাক্কায় ২ মোটরসাইকেলের ৪ আরোহী নিহত
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৬/০৪/২০১৮ , ৮:০৪ পূর্বাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

নরসিংদীর রায়পুরায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেলের চার আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রায়পুরা থানার ওসি মো. দেলোয়ার হোসেন এ খবর নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— ইয়ামিন (১৯), সোহাগ (২২), ডালিম (৩২) ও হাসেন (৩২)। তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শিবপুর উপজেলার ইটাখোলা থেকে দুটি মোটরসাইকেলে করে চারজন ভৈরবে যাচ্ছিল। পথে সিলেট থেকে ঢাকামুখী অনন্যা সুপার এক্সপ্রেসের একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই চারজন মারা যান।