ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৬/০৪/২০১৮ , ১২:১৮ পূর্বাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,বিভাগীয় সংবাদ,ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বজ্রপাতে আফরোজা খাতুন (১৪) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার উছাখিলা ইউনিয়নের মরিচার চর গাঙ্গিনারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আফরোজা স্থানীয় উছাখিলা ইউনিয়নের কালিরবাজার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বৃষ্টি শুরু হওয়ার পর মাঠে ছাগল আনতে যায় আফরোজা। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান এই খবরের সত্যতা নিশ্চিত করেন।