জামায়াতের রাজনীতি নিষিদ্ধকরণ আইন প্রস্তুত : আনিসুল হক
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৫/০৪/২০১৮ , ৩:৪৩ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,বিভাগীয় সংবাদ,সিলেট বিভাগ

হবিগঞ্জ সংবাদদাতা : জামায়াতের রাজনীতি নিষিদ্ধকরণ আইনটি বর্তমানে মন্ত্রী পরিষদ সভায় তোলার জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
মন্ত্রী আরও বলেন, খালেদা জিয়ার জামিন নিয়ে বিএনপি যা করছে তা রাজনৈতিক বোমাবাজি।
বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজিবী সমিতির ভবন উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
সংসদ সদস্য মো. আবু জাহির, মো. আব্দুল মজিদ খান, মাহবুব আলী, আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, আইন সচিব আবু সালেহ শেক মো. জহিরুল হক, জেলা ও দায়রা জজ আমজাদ হোসেনসহ আইনজিবীগণ এসময় উপস্থিত ছিলেন। ১ কোটি ৩০ লাখ ব্যয়ে ৬ তলা ভবনের ৩ লার নিমার্ণ কাজ সম্পন্ন করে আইন মন্ত্রনালয়।
হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজ প্রতিষ্ঠাসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পাদনের জন্য শহরের জালাল স্টেডিয়ামে বিকেলে স্থানীয় সংসদ সদস্য মো. আবু জাহিরের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখবেন মন্ত্রী।