বাউফলে খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ ছাত্রলীগ নেতার
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০৩/০৪/২০১৮ , ৬:০৩ পূর্বাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

এনামুল হক বাউফল( পটুয়াখালী)প্রতিনিধি :- পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া কলেজিয়েট হাইস্কুলের সামনে খালের জায়গা দখল করে পাকা ভবন নির্মাণ করেছেন জুয়েল খলিফা নামের এক সাবেক ছাত্রলীগ নেতা । স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কলেজিয়েট হাইস্কুলের সামনে খাল পাড়ে প্রায় তিন শতাংশ সরকারী জায়গা দখল করে একই ইউপির গুচরাকাঠি গ্রামের জলিল খলিফার ছেলে জুয়েল খলিফা দুইটি পাকা ভবন নির্মান করেছেন। এ ভবন দুইটির মধ্যে ৪টি রুম করে তা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ভাড়া দেয়া হয়েছে। পর্যাক্রমে তিনি এ দখল প্রক্রিয়া সম্পন্ন করেছেন। এর মধ্যে একটি ভবনের কাজ চলতি বছর মার্চ মাসের মাঝামাঝি সময় সমাপ্ত হয়েছে । বর্তমানে ওই দুইটি ভবনে কসমেটিক ও সেলুন ব্যবসার জন্য ভাড়া দেয়া হয়েছে। জুয়েল ধুলিয়া ইউপির ছাত্রলীগের সাবেক সভাপতি। জুয়েল খলিফা ওই ইউপির চেয়ারম্যান আবদুর রবের আর্শীবাদ পুষ্ট হওয়ায় খাল দখল করে ভবন নির্মাণের সময় কেউ বাধা দিতে সাহস পায়নি। কলেজিয়েট হাইস্কুলের পাশেই ইউনিয়ন ভূমি অফিস থাকলেও রহস্য জনক কারণে তারাও বাধা দেননি। ওই খালের পাশে এরকম আরও স্থাপনা রয়েছে। যা উচ্ছেদ করা প্রয়োজন বলে এলাকাবাসী জাননিয়েছেন। খালের পার দখল করে বিভিন্ন ধরণের স্থাপনা নির্মাণ করায় পানি প্রবাহ বাধাগ্রস্থ হয়ে খালটি মরে যাচ্ছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, খালের জায়গা দখল করে কোন ধরণের স্থাপনা নির্মাণের সুযোগ নেই। কেউ করে থাকলে তার বিরুদ্ধে আইনানুযায়ি ব্যবস্থা নেয়া হবে।