পাঁচ জেলায় ‘নারীর ক্ষমতায়ন’ প্রশিক্ষণ শেষে ইন্টার্নশীপ চলছে
পোস্ট করেছেন: online desk2 | প্রকাশিত হয়েছে: ০২/০৪/২০১৮ , ১:০৪ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,তথ্য প্রযুক্তি


অনলাইন ডেস্কঃ বিভাগীয় জেলা ময়মনসিংহ সহ মোট পাঁচ (৫) জেলায় প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন প্রকল্পের (She Power Project: Sustainable Development for Women Through ICT) দ্বিতীয় পর্বের প্রশিক্ষণ কার্যক্রম শেষে চলছে ইন্টার্নশীপ।
দুই বছর মেয়াদী এই প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম দুই ধাপ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর পৃষ্ঠপোষকতায় পরিচালিত এই প্রকল্পের উদ্দেশ্য আইসিটির মাধ্যমে নারীর ক্ষমতায়নের গুরুত্ব সম্পর্কে দেশব্যাপী সচেতনতা বৃদ্ধি করা; আইসিটি ইকো-সিস্টেমে নারীদের অংশ গ্রহণ এবং সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তাদের কর্মসংস্থান বৃদ্ধি করা; আইসিটির মাধ্যমে নারীদের স্ব-কর্মসংস্থান এবং উদ্যোক্তা হিসাবে তৈরি করা ইত্যাদি।
প্রস্তাবিত প্রকল্পের আওতায় সর্বমোট ১০,৫০০ জন মহিলা প্রশিক্ষণার্থীদের নিম্নবর্ণিত তিনটি ক্যাটাগরিতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে- ফ্রিল্যান্সার টু ইন্ট্রোপ্রেনিওর (Freelancer to Entrepreneur) হিসেবে ৪০০০ জন মহিলাকে গড়ে তোলার লক্ষ্যে কাজ চলমান রয়েছে। এছাড়াও আইটি সার্ভিস প্রোভাইডার (IT Service Provider) হিসেবে ৪০০০ জন মহিলাকে গড়ে তোলা হচ্ছে এবং উইমেন কল সেন্টার এজেন্ট (Women Call Centre Agent) হিসেবে ২৫০০ জন মহিলাকে নিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আইটি সার্ভিস প্রোভাইডার (IT Service Provider) প্রকল্পের আওতায় প্রথম এবং দ্বিতীয় ধাপে মোট চার(৪) মাস প্রশিক্ষণ এবং চার(৪) মাস হাতে কলমে প্রশিক্ষণের জন্য ইন্টার্নশীপ করার সুযোগ পায় ৪০০০ জন মহিলা। দ্বিতীয় ধাপে (দ্বিতীয় ধাপে উত্তীর্ণদের ০২ সপ্তাহ উন্নত প্রশিক্ষণ) সফলভাবে সম্পন্নকারীদের প্রকল্প থেকে ল্যাপটপ ক্রয় বাবদ এককালীন ২০,০০০ টাকা করে অনুদান দেয়া হবে।