গোপালগঞ্জে বাস চাপায় দাখিল পরীক্ষার্থী নিহত
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০২/০৪/২০১৮ , ১১:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

গোপালগঞ্জে বাসের চাপায় রাকিব সিকদার (১৬) নামের এক দাখিল পরীক্ষার্থী নিহত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের চন্দ্রদীঘলিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব চন্দ্রদীঘলিয়া ভূইয়াপাড়া গ্রামের হুময়ুন সিকদারের ছেলে। রাকিব এ বছর চন্দ্রদীঘলিয়া জামেয়া ইসলামিয়া সামছুল উলুম মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা শেষ করেছে।
গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির আইসি মো. হজরত আলী জানান, রাকিব মহাসড়কের পাশ দিয়ে হেটে একই গ্রামে মামা বাড়িতে যাচ্ছিল।এসময় ঢাকাগামী সেবা গ্রিন লাইন পরিবহনের একটি বেপরোয়া বাস রাকিবকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় স্থানীয় উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর করে এবং প্রায় ১ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে তাদেরকে শান্ত করে অবরোধ তুলে দেয়।