খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করলেন ৪ সদস্যের মেডিকেল টিম
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০২/০৪/২০১৮ , ১২:০৩ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়

কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেছে চার সদস্যের মেডিকেল টিম। কারা অধিদপ্তরের করা মেডিকেল টিমের চার সদস্যই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক।
গতকাল রবিবার দুপুরে ওই টিমের সদস্যরা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য কারাগারে যান। প্রায় আধা ঘন্টা তারা সেখানে ছিলেন। অর্থোপেডিক বিভাগের প্রধান প্রফেসর ডা. শামসুজ্জামান, ফিজিক্যাল মেডিসিন বিভাগের প্রফেসর ডা. সোহেলি রহমান, মেডিসিন বিভাগের ডা. টিটু মিয়া, নিউরোলজি বিভাগের ডা. মঞ্জুর হাবিব ওই দলে ছিলেন।
কারা সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়ার অসুস্থা নিয়ে উদ্বিগ্নতার কারণেই ওই মেডিকেল টিম গঠন করা হয়।
মেডিকেল টিমের চার সদস্য বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার পর আগামীকাল এ বিষয়ে প্রতিবেদন দেবেন। এ বিষয়ে দুপুরের সাংবাদিকদের সামনে তথ্য তুলে ধরবেন তারা।