গোপালগঞ্জের মুকসুদপুরে নৈশকোচ খাদে, নিহত ৮
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ০১/০৪/২০১৮ , ৭:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়,প্রধান সংবাদ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় যাত্রীবাহী একটি নৈশকোচ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৫ জন।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল পাশা দৈনিক মতপ্রকাশকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রোববার (১ এপ্রিল) ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলায় ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী সুগন্ধা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের ছয় যাত্রী নিহত হন। এসময় আহত হন আরও ২৫ যাত্রী।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন-বরগুনার হাসান মিয়া (২৫) ও বরিশালের অসিম মাঝি (৩৫)। বাকিদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
ওসি জানান, দুঘর্টনায় হতাহতদের উদ্ধারে মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির পুলিশসহ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজে করছে। আহত যাত্রীদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।