মিরপুরে পোশাক কারখানায় আগুন, দগ্ধ ৩
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ৩১/০৩/২০১৮ , ৭:২৪ পূর্বাহ্ণ | বিভাগ: প্রধান সংবাদ,বাংলাদেশ

রাজধানীর কাজীপাড়ার একটি পোশাক কারখানায় আগুন লেগে তিনজন শ্রমিক দগ্ধ হয়েছেন। শুক্রবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজ রিবেন জানান, ১৩/১ কাফরুল, পূর্ব কাজীপাড়ার পোশাক কারখানায় আগুন লাগার খবর পেয়ে রাত সোয়া ৩টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট গিয়ে নেভানোর কাজ শুরু করে। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, আগুনে আহতরা বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। তারা হলেন মাসুম, আল আমিন ও মহিউদ্দিন। রাতে তারা কারখানায় ঘুমিয়ে ছিলেন।