নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ৩১/০৩/২০১৮ , ১০:১১ পূর্বাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে সাইদ ভুইয়া নামে একজন নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষে কমপক্ষে ২৫টি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
এদিকে নিহত হওয়ার পর বিক্ষুব্ধ লোকজন প্রতিপক্ষ হেমা মন্সীর পক্ষের অন্তত ২৫টি বাড়িঘর ভাঙচুর করে বলে খবর পাওয়া গেছে।
কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শমসের আলী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।