মাগুরায় এক ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ৩০/০৩/২০১৮ , ৮:৩৯ পূর্বাহ্ণ | বিভাগ: অপরাধ,জেলা সংবাদ

মাগুরা সদর উপজেলার ছনপুর গ্রাম থেকে গত রাতে ফখরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির গুলিদ্ধি মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশের দাবী সে একজন ডাকাত ও দুই দল ডাকাতের মধ্যে বন্দুক যুদ্ধের সময় সে নিহত হয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, গত রাত ২টার দিকে সদর উপজেলার ছনপুরে দুপক্ষের গোলাগুলির শব্দ শুনে সদর থানা পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনা স্থল থেকে ফখরুল ইসলাম নামে এক ব্যক্তির মৃতদেহসহ ৪ রাউন্ড সর্ট গানের গুলি ও কিছু ধারালো অস্ত্র উদ্ধার হয়। ফখরুল একজন চিহ্নিত ডাকাত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
তিনি আরো জানান, ছনপুরে এক সময় প্রায়ই ডাকাতি হতো। এ কারণে ধারনা করা হচ্ছে সেখানে ডাকাতি করতে এসে দু’দল ডাকাতের মধ্যে গোলাগুলির সময় ওই ডাকাত নিহত হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে আনা হয়েছে।