পটুয়াখালীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৯/০৩/২০১৮ , ৬:৩৯ অপরাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ,বরিশাল বিভাগ

এনামুল হক জেলা প্রতিনিধি :-(পটুয়াখালী) উৎসবমুখর পরিবেশে আজ বৃহস্পতিবার পটুয়াখালীর সাতটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে জেলার কলাপাড়া উপজেলায় ৫টি এবং দুমকি উপজেলায় ২টি ইউনিয়নে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মেয়াদ উত্তীর্ণ না হওয়ায় এতদিন এসব ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এ ৭টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৭৫ হাজার ২শ’ ১৩ ভোট। এর মধ্যে কলাপাড়া উপজেলার ৫টি ইউনিয়নে ৫২ হাজার ৩৭ ভোট এবং দুমকি উপজেলার ২টি ইউনিয়নে ১৩ হাজার ১শ’ ৭৬ ভোট।
এদিকে, সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হলে ভোটাররা ভোট কেন্দ্রে আসতে শুরু করেন এবং তারা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, প্রত্যেক কেন্দ্রে ভোটারদের ছিল উপচেপড়া ভীর । বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এসব ভোটাররা সুশংখলভাবে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। কেন্দ্রের কোথাও কোন গোলোযোগের খবর পাওয়া য়ায়নি।
নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রতিটি ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে রয়েছে র্যাব, কোস্টগার্ড ও পুলিশ বাহিনীর ভ্রাম্যমাণ টিম।