শাহজাদপুরে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৮/০৩/২০১৮ , ৬:৩৩ অপরাহ্ণ | বিভাগ: অপরাধ,জেলা সংবাদ

ফারুক হাসান কাহার,শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ । গত মঙ্গলবার রাতে পোরজনা ঘোষপাড়া নিজ বাড়ি থেকে ধর্ষক আশরাফ আলী (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আশরাফ আলী উপজেলার পোরজনা ঘোষ পাড়ার মৃত আজাহার আলীর ছেলে । এ তথ্য নিশ্চিত করেছে শাহজাদপুর থানার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) রাকিবুল হুদা ।
জানা গেছে, উপজেলার পোরজনা ইউপির ষোষপাড়া গ্রামে গত ১৭ মার্চ সকাল ৭ টায় জাহানার (১৪) নামের এক প্রতিবন্ধীকে একা পেয়ে একই এলাকার মৃত আজাহার আলীর পুত্র লম্পট আশরাফ আলী ধর্ষণ করে। এ ব্যাপারে ধর্ষিতার মা কোহিনুর বেগম বাদী হয়ে গত ২৭ মার্চ শাহজাদপুর থানায় নারী শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।