মানিকগঞ্জে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৮/০৩/২০১৮ , ৯:২৮ পূর্বাহ্ণ | বিভাগ: জেলা সংবাদ

মানিকগঞ্জে রাকিব হাসান নামের এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে পৌরসভার পৌলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাকিব হাসান ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে। সে মানকিগঞ্জ ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ জানায়, পৌলী স্কুল মাঠের পাশে একটি ভুট্টাখেতে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে রকিবকে কোপাতে থাকে কান্দাপৌলী গ্রামের মোন্নাফের ছেলে মিঠু (২২) এবং তার সহযোগীরা। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে।
মানিকগঞ্জ সদর থানার ওসি রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।