চট্টগ্রামে চারটি স্থানে নির্বাচন হতে যাচ্ছে ২৯শে মার্চ
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৮/০৩/২০১৮ , ১০:৩১ পূর্বাহ্ণ | বিভাগ: চটগ্রাম বিভাগ

ওমর ফারুকঃ আগামী ২৯ মার্চ চট্টগ্রাম জেলার অন্ততঃ চারটি স্থানে হতে যাচ্ছে স্থানীয় পর্যায়ের নির্বাচন। এগুলি হচ্ছে চট্টগ্রামের সিটিকর্পোরেশনের ৩৬ নং গোসাইলডাঙ্গা ওয়ার্ডের কাউন্সিলর উপ- নির্বাচন, কর্ণফুলী থানাধীন জুলধা ইউনিয়ন ও চর পাথরঘাটা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের উপ-নির্বাচন,নব গঠিত নাজির হাট পৌরাভার সাধারণ নির্বাচন ও সন্দ্বীপ কালাপানিয়া ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন। এসব নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে চট্গ্রান নির্বাচন কমিশন কার্যালয় সুত্রে জানাগেছে। চট্টগ্রাম সিটিকর্পোরেশনের ৩৬ নং গোসাইলডাঙ্গা ওয়ার্ড উপ-নির্বাচনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।এদের মধ্যে বিবি মরিয়ম টিফিন ক্যারিয়ার,মোঃ সাকির ব্যাডমিন্টন রেকেট, মোঃ মোর্শেদ আলী লাটিম,মোঃ ইকবাল শরীফ ঠেলাগাড়ি,সৈয়দ নুরনবী লিটন রেডিও এবং হাজী জাহাঙ্গীর আলম ঘুড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩৩৫৪৪ জন।এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৮৫৩৯ জন এবং মহিলা ভোটার সংখ্যা ১৫০০৫ জন।মোট ভোট কেন্দ্র ১৪টি।প্রত্যেকটি কেন্দ্রে এক জন করে ১৪ প্রিসাইডিং অফিসার, ৭৩ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং ১৪৬ জন পুলিং অফিসার ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত থাকবেন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। এখানেও নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য পর্ষবেক্ষক থাকবে বলে জানা গেছে।তবে কতজন পর্যবেক্ষক থাকবে তা এখনও জানা যায়নি।নির্বাচনকে সুষ্ঠ করার জন্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে কোন বিঘ্ন না ঘটে সে জন্যও নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। প্রতিটি কেন্দ্রে ২২জন করে পুলিশ এবং আনসার থাকবে।কেন্দ্রের বাহিরে পুলিশের ৪টি , র্যাবের ৩টি ভ্রাম্যমাণ টিম এবং এক প্লাটুন বি জি বি মোতায়েন থাকবে।অনাকাঙ্খিত পরিস্থিতি বা বিশেষ মুহুর্তের জন্য প্রস্তুত থাকবে রিজার্ভ ফোর্স।এছাড়া ২জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করবেন। গতকাল চট্টগ্রাম নির্বাচন কমিশন কার্যালেয়ে রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম এসব তথ্য জানান। চট্টগ্রাম মহানগরীর বাহিরে অনুষ্ঠিতব্য নির্বাচন গুলোর জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।