১কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক বিক্রেতা নুর হক পুলিশের জালে
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৭/০৩/২০১৮ , ৯:০০ অপরাহ্ণ | বিভাগ: অপরাধ,জেলা সংবাদ,বিভাগীয় সংবাদ,রংপুর বিভাগ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ১কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক বিক্রেতা নুর হক (৪০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার খামার ভাতি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নুর হক উপজেলার খামার বাতি এলাকার আব্দুর রশিদের ছেলে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) স্বপন মিয়া জানান, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উজেলার খামার ভাতি এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় তাকে আটক করলে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মকবুল হোসেন জানান, আটকৃত নুর হকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। এর পূর্বে উক্ত আসামীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদক মামলার ৩ টি গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি রয়েছে বলে তিনি জানান।