মামলা তুলে নিবেন গাজী রাকায়েত
পোস্ট করেছেন: মতপ্রকাশ ডেস্ক | প্রকাশিত হয়েছে: ২৭/০৩/২০১৮ , ৮:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন

কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে গাজী রাকায়াত এক তরুণীকে অনৈতিক প্রস্তাব দিয়েছেন বলে অভিযোগ আনা হয়। তবে এ ঘটনায় রাকায়াত তার আইডি হ্যাক হয়েছে বলে আদাবর থানায় মামলা করেন। কিন্তু শেষ পর্যন্ত উভয়পক্ষের আপসে বিষয়টি মীমাংসা হয়েছে। তাই মামলা তুলে নিবেন উভয়পক্ষ।
গতকাল সোমবার দুপুরে ডিএমপির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে এ আপস-মীমাংসা হয়।
এরআগে ফেসবুকে অশ্লীল বার্তা দেওয়ার অভিযোগ এনে অভিনেতা ও নাট্যনির্মাতা গাজী রাকায়েতের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করেন এক তরুণী। গত বৃহস্পতিবার রাজধানীর শ্যামপুর থানায় মামলাটি করা হলেও শুক্রবার রাতে বিষয়টি জানাজানি হয়।